ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত

প্রথম নিউজ, অনলাইন:  মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে ঠাকুরগাঁওয়ে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ কেন্দ্রীয় ঈদগাহে জেলার সবচেয়ে বড় ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন ঠাকুরগাঁও বড় মসজিদের ইমাম মাওলানা মো. খলিলুর রহমান।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৩০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে ছোট বড় সবার মাঝে কুশল বিনিময় করেন।
 

এ ছাড়াও জেলা আনসার ও ভিডিপি মাঠ, পুলিশ লাইন মাঠ, বিজিবি ক্যাম্প মাঠসহ সদর উপজেলায় ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার অন্যান্য ৪ উপজেলায় উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করা হয়েছে।