টানা বৃষ্টিতে নিউমার্কেটে হাঁটুপানি
প্রথম নিউজ, ঢাকা : ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে ঢাকার নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। মূল সড়কেই জমে গেছে হাঁটু সমান পানি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ৷
সোমবার (২৭ মে) দুপুর ১২টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে অনেক দোকানপাট বন্ধ। মার্কেটের যেসব দোকান খোলা সেগুলোতেও ক্রেতা নেই। অলস সময় পার করছেন বিক্রেতারা।
রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নূরজাহান মার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে পানি জমে আছে। এছাড়া চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়ক, নিউমার্কেট কাঁচাবাজার সড়কে পানি জমে আছে। এতে নিত্য প্রয়োজনীয় বাজার করতে আসা সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে।
ধানমন্ডি হকার্স মার্কেটের বিক্রেতা আসাদ সরকার বলেন, মার্কেটের সামনে পানি। ভেতরেও পানি চলে এসেছে। কাস্টমার আসার উপায় নেই। সকালে দোকান খুলছি এখন পর্যন্ত একজন কাস্টমারও পাই নাই। বৃষ্টির দিনে এমনিতে লোকজন কম আসে। তার উপর টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে কাস্টমার শূন্য অবস্থা।
বদরুদ্দেজা মার্কেটের দোকানি অশফাক বলেন, বৃষ্টির পানি জমে রাস্তায় হাঁটার অবস্থা নেই। লোকজন বাসা থেকে কম বের হচ্ছে বিক্রি নেই৷ একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়৷ এগুলো দেখার কি কেউ নেই৷
রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদেরও ৷ অন্য সময় যেখানে সামান্য দূরত্বে এই সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচল করতেন অনেকে তাদেরকে রিকশায় যাতায়াত করতে হচ্ছে।
আব্দুল আলিম নামে একজন পথচারী বলেন, আমার বাসা পাশের গলিতে। নীলক্ষেত মোড়ে একটা কাজে যাবো। অন্য সময় তো হেঁটে চলে যেতাম। এখন রাস্তায় বৃষ্টি পানি জমে হাঁটার অবস্থা নেই। রিকশা নিয়ে যেতে হবে।
তবে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে কাজ করছে সিটি করপোরেশনের কর্মচারীরা।