কুমিল্লায় দেওয়াল ধসে প্রাণ গেলো স্কুলছাত্রের

কুমিল্লায় দেওয়াল ধসে প্রাণ গেলো স্কুলছাত্রের

প্রথম নিউজ, কুমিল্লা :কুমিল্লা নগরীতে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর শাকতলা এলাকায় নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্র সাইফুল ইসলাম সাগর ওই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ছাত্র। সে শাকতলা এলাকার অলী আহমেদের ছেলে।কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।