টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের
প্রথম নিউজ, ডেস্ক : ঘরের মাঠ মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অভাবনীয় সাফল্য পায় বাংলাদেশ।
এক লাফে ছয় নম্বরে উঠে এসেছিল টাইগাররা। ছয়ে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল মাহমুদউল্লাহ বাহিনী।
তবে বিশ্বকাপে ব্যর্থ পারফরম্যান্সের পর ফের র্যাংকিংয়ে অবনতি ঘটল তাদের।
দুই ধাপ পিছিয়ে গেল টাইগাররা।
মঙ্গলবার টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা - আইসিসি।
যেখানে বাংলাদেশের অবস্থান আট নম্বরে দেখানো হয়েছে। ৩০ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৭০৮৬, রেটিং ২৩৬। র্যাংকিংয়ে বাংলাদেশের নিচে নয় ও দশ নম্বরে অবস্থান করছে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
আর ১৩ ম্যাচে ৩০৭২ পয়েন্ট ও সমান রেটিং নিয়ে ঠিক ওপর অবস্থান করছে রশিদ খানদের আফগানিস্তান।
স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ।এরপর বাকি দুই ম্যাচে টানা জয় পায় বাংলাদেশ।
তবে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহর দল। এরপর ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে ধরাশায়ী মাহমুদউল্লাহর দল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: