প্রথম ম্যাচে নেমেই রানের পাহাড় গড়ল রাজস্থান

প্রথম ম্যাচে নেমেই রানের পাহাড় গড়ল রাজস্থান
প্রথম ম্যাচে নেমেই রানের পাহাড় গড়ল রাজস্থান-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সাত অভিষিক্ত নিয়ে এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে নেমেই রানের পাহাড় গড়ল রাজস্থান রয়্যালস। 

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ল সানজু স্যামসনের দল। 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে হায়দরাবাদের মুখোমুখি হয় রাজস্থান।

দলের সাতজনই আইপিএলে প্রথমবারের মতো খেলছে। আর অভিষিক্তদের নিয়েই দুর্দান্ত সব ব্যাটিং শৈলী উপহার দিল রাজস্থান। 

টস হেরে ব্যাট করতে নেমে যশবি জাসওয়াল ও জস বাটলারের উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতে ৫৮ রান যোগ করে রাজস্থান।

পাওয়ার প্লে শেষে সাজঘরে ফিরে যান ১৬ বলে ২০ রান করা জাসওয়াল, বাটলার করেন ২৮ বলে ৩৫ রান। 

এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক সানজু স্যামসন ও দেবদূত পাডিক্কেল মাত্র ৫.৫ ওভারে ৭৩ রানের জুটি গড়েন।

২৯ বলে ৪১ রান করেন পাডিক্কেল। ২৭ বলে ৩ চার ও ৫ ছয়ের মারে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সানজু।

শেষ দিকে ক্যারিবীয় হার্ডহিটার শিমরন হেটমায়ার ১৩ বলে ৩২ রানের সাইক্লোন ইনিংস খেললে ২১০ রানের বিশাল সংগ্রহ পায় রাজস্থান। 

২০ ওভারে ২১১ রানের পাহাড়সম লক্ষ্য ডিঙাতে ব্যাট করছে  হায়দরাবাদ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom