ঝিনাইদহে যুবককে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন
প্রথম নিউজ, ঝিনািইদহ : ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় রহমত উল্যাহ ওরফে খোকন নামের এক যুবককে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় দেন।