ঘরে তৈরি ১০ ফেস প্যাক: কোনটা কেন ব্যবহার করবেন

প্রথম নিউজ, ডেস্ক : ব্যস্ততার কারণে পার্লারে যাওয়ার সময় হয়ে ওঠে না অনেক সময়। ফলে দীর্ঘদিনের অযত্নে ত্বক হয়ে পড়ে অনুজ্জ্বল। চাইলে একটু সময় বের করে ঘরে বসেই চট করে বানিয়ে নিতে পারেন ত্বকের জন্য উপকারী বিভিন্ন ফেসপ্যাক। জেনে নিন কয়েকটি ঘরোয়া প্যাক সম্পর্কে।
মধুর সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য প্যাকটি খুবই কার্যকর।
মসুরের ডাল গুঁড়া করে এতে শসার রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এই ফেসপ্যাকটি স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারেন। ত্বকে জমে থাকা মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করবে এই প্যাক।
একটি পাকা কলার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে।
ব্রণ দূর করতে নিমপাতা ও চন্দন একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে লাগান।
মুলতানি মাটি, চন্দনের গুঁড়া, টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তৈরি করুন তৈলাক্ত ত্বকের ফেকপ্যাক।
মধু, গুঁড়া দুধ, বাদাম তেল ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। রোদে পোড়া ভাব দূর হবে।
ত্বকের রঙ উজ্জ্বল করতে হলুদ বাটা ও চন্দনের গুঁড়া একসঙ্গে মিশিয়ে লাগান।
ভিনেগার ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে পাতলা করে টোনার হিসেবে ত্বকে ব্যবহার করতে পারেন।
মধু, অলিভ অয়েল, চন্দন বাটা ও অল্প হলুদ মিশিয়ে ত্বকে লাগান। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল।
ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ১ কাপ টক দইয়ের সঙ্গে ৩ টেবিল চামচ লেবুর রস ও ১ কাপ টমেটো পিউরি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।