যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামী গ্রেফতার

যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামী গ্রেফতার

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামে স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামীকে গ্রফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার জোয়াইড় মোড় এলাকা থেকে এ মামলার আসামি নিহতের স্বামী মোছলেম উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব-৭ ও র‌্যাব-১০। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন এ বিষয়ে নিশ্চিত করেন। মোছলেম উদ্দিন সীতাকুন্ড থানার বাগাচতর গ্রামের নূর মোস্তাফার ছেলে।

র‌্যাব জানায়, মোছলেম উদ্দিন দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল। ১৪ জুন সিএনজি চালিত অটোরিকসা কেনার জন্য ভিকটিমের কাছে যৌতুক দাবি করে। যৌতুক না পেয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নিজেদের বসতবাড়ির একটি ঘরে আটকে রেখে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

এ সময় ভিকটিমের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে প্রায় ৫৫ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সীতাকুন্ড থানায় একটি মামলা করেছেন।

এ মামলায় র‌্যাব-৭ ঘাতক মোছলেম উদ্দিনকে গ্রেফতারে মাঠে নামে। বৃহস্পতিবার র্যাবের কর্মকর্তারা নিশ্চিত হন, হত্যা মামলার আসামি মোছলেম উদ্দিন ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন জোয়াইড় মোড় এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-৭ ও র‌্যাব-১০ এর একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।