১৭ বছরের দুর্নীতির ধারাবাহিকতা এখনো চলমান: গয়েশ্বর

প্রথম নিউজ, অনলাইন: দীর্ঘ ১৭ বছরের দুর্নীতির ধারাবাহিকতা এখনো চলমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এপ্রসঙ্গে তিনি আরও বলেছেন, কোন বিষয়ে দুর্নীতি ও ঘুষ বাড়ছে, কমে নাই। এজন্য বলছি যে, একটা জবাবদিহিমূলক প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত জটিলতা থাকবে। যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা দেখা দেবে। শুক্রবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার দিয়াবাড়ি গোলচক্করের রূপা মিয়া আবাসিক এলাকায় নিহত আনিকার বাসায় যান গয়েশ্বর।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে। অভিজ্ঞতারও ঘাটতি আছে। একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে। কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। সরকার তো কোন দলের না। সেই কারণে সরকারের দোষ-ক্রটি নিয়ে আমরা কোন মন্তব্য করি না। সরকার যখন বিপদে পড়ে তখন আমাদেরকে ডাক দেয়। এটা যে সরকার চলছে, এটা কিন্তু কেউ দৃশ্যমান উপলব্ধি করে না। সরকারে যে যেই দায়িত্বে আছেন, নিচ থেকে উপর পর্যন্ত- উপদেষ্টারও বাইরেও, তারাও অফিস এবং আদালত সঠিকভাবে করেন কি না, এব্যাপারে সন্দেহ আছে।
মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এসময় নিহত আনিকার পিতা আবুল হোসেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে সহমর্মিতা ও সান্ত্বনা জানান গয়েশ্বর। এসময় গয়েশ্বর রায়ের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।