জুনের মধ্যে আদানির ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
আগামী জুন মাসের মধ্যে আদানি পাওয়ার্স লিমিটেড বাংলাদেশকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে
প্রথম নিউজ, ডেস্ক : আগামী জুন মাসের মধ্যে আদানি পাওয়ার্স লিমিটেড বাংলাদেশকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। কলকাতায় বসে আদানি গ্রুপের এক মুখপাত্র জানালেন একথা। বাংলাদেশকে সরকারিভাবে এটা জানিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডও একথা স্বীকার করেছে। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানিদের সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার ইউনিটে এখন কর্মকাণ্ড চলেছে। বিখ্যাত ক্রিকেটার কাম রাজনীতিবিদ কীর্তি আজাদের জায়গা হিসেবে পরিচিত ঝাড়খণ্ডের গোড্ডায় সড়ক, রেল ও বিমানপথে পৌঁছানো যায়। শহরের কেন্দ্রস্থল কার্গিল চকে পৌঁছানো যায় সড়ক পথে পাকুড়, ভাগালপুর কিংবা দুমকা বয়ে। গোড্ডায় একটি নতুন রেল স্টেশন তৈরির কাজ চলেছে। একটা সময়ে সাঁওতাল পরগনার অধীনে ছিল গোড্ডা। ১৮৪৫ থেকে ’৫৫ সাল পর্যন্ত চলা সাঁওতাল বিদ্রোহের পর গোড্ডা নিজের পরিচিতি পায়।
১৯৮৩ সালে গোড্ডা জেলার মর্যাদা পায়। লোকসংখ্যা মাত্র ৪৮ হাজার ৪৮০। কিন্তু দেখে আসুন গোড্ডা কতোটা উজ্জীবিত আদানিদের প্রকল্প নিয়ে। হিন্ডেনবার্গ রিপোর্টের একটুও আঁচ পড়েনি গোড্ডায়। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে বিদ্যুৎ দিতে গৌতম আদানি বদ্ধপরিকর। তাই, গোড্ডায় এখন কাজের জোয়ার।