জেনিনে আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলিরা
গত বছর শেষের দিকে পশ্চিমতীরে তীব্র অপারেশন চালিয়েছিল ইসরাইল। তারপর বৃহস্পতিবারের অভিযান ছিল জোরালো।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দখলীকৃত জেনিনের পশ্চিমতীরে এক টিনেজারসহ কমপক্ষে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এ নিয়ে এ বছর তাদের হাতে প্রাণ দিলেন কমপক্ষে ৮৩ ফিলিস্তিনি। গত বছর শেষের দিকে পশ্চিমতীরে তীব্র অপারেশন চালিয়েছিল ইসরাইল। তারপর বৃহস্পতিবারের অভিযান ছিল জোরালো। এ সময় ইসরাইলিরা ছদ্মবেশ ধরে অভিযান চালায়। তারা ছড়িয়ে পড়ে জেনিনের ডাউনটাউনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা। নিহতরা হলেন ইউসেফ শ্রেম (২৯), নিদাল খাজিম (২৮), ওমর আওয়াদিন (১৬)। নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরাইলি সেনারা বলেছে, তাদের নিরাপত্তা রক্ষীরা জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে।
উল্লেখ্য, জেনিন হলো পশ্চিমতীরের উত্তরাঞ্চলের একটি এলাকা। সেখান গত বছর তীব্র অভিযান চালায় ইসরাইলিরা। ২০২২ সালে সেখানে ইসরাইলের অভিযানে নিহত হয়েছেন কমপক্ষে ১৭০ জন ফিলিস্তিনি। তাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: