জাকিয়া বারী মমর সেদিন কী ঘটেছিল?
গত বছরের চেয়ে এবারের ঈদে তুলনামূলক বেশি নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম
প্রথম নিউজ, ডেস্ক : গত বছরের চেয়ে এবারের ঈদে তুলনামূলক বেশি নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আজ একুশে টিভিতে তার অভিনিত একটি নাটক প্রচার হবে। এর নাম ‘সেদিন কী ঘটেছিল?’ নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
পরিচালনা করেছেন দীপু হাজরা। এর গল্পে দেখা যাবে, আসিফ চাকরি করে এনজিওতে। মাকে নিয়ে থাকে সে। মায়ের পছন্দের মেয়ে ঐশীকে বিয়ে করে। কিন্তু বাসর রাতেই স্ত্রীকে জানায়, সে একটা মেয়েকে ভালোবাসত। মেয়েটি তাকে ডাম্প করেছে। এরপর থেকে তার ভালোবাসার প্রতি আস্থাই নষ্ট হয়ে গেছে। পরিবারের চাপে বিয়ে করলেও তাই সে কখনো ঐশীকে ভালোবাসতে পারবে না। ঐশী নিয়মমাফিক দাম্পত্য জীবন শুরু করে। এক দুপুরে সে সাজতে বসে আবিষ্কার করে এক ছায়া। গল্প মোড় নেয় কোনো এক অতৃপ্ত আত্মার প্রতি। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে। গতানুগতিকের চেয়ে অনেকটা আলাদা। বেশ টুইস্ট আছে। কাজ করে আমি তৃপ্ত। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’ নাটকটি আজ রাত ৮টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews