ক্যাটরিনার বিয়ে নিয়ে হঠাৎ ভিন্ন সুর!
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের দিন ঠিকঠাক
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের দিন ঠিকঠাক। প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। হবু কনের জন্য তৈরি হচ্ছে বিশেষ মেহেদী।
উৎসবের মুহূর্ত লেন্সবন্দি করতে আনা হচ্ছে বিদেশী চিত্রগ্রাহক। কিন্তু হবু বর ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়েটাই নাকি হচ্ছে না!
তবে এত আনন্দ-আয়োজন কি বৃথা? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে ভিকির চাচাতো বোন উপাসনা বোরা জানিয়েছেন ‘ভিক্যাট’-এর বিয়ের খবর মিথ্যে। খবর আনন্দবাজার পত্রিকার।
পেশায় চিকিৎসক উপাসনা বলেছেন, সংবাদমাধ্যম ভিকি এবং ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। যদি সত্যিই বিয়ে হয়, আমরা নিজেরাই জানাবো। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।
বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রাজস্থানে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে তাদের।
তার আগেই হবে আইনি বিয়ে। তবে এসবই কি মিথ্যে? প্রেমকে পরিণতি দিয়ে সাতপাক ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা? সময়ই সঠিক উত্তর দেবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: