ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় ভাইয়ের মৃত্যু
গতকাল বৃহস্পতিবার শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ছোট ভাইয়ের লাশ দেখতে এসে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। মৃত জালাল উদ্দিন (৬৫) ও তার বড়ভাই জামাল শেখ (৭০) মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের সুলতান শেখের ছেলে। তাদের মধ্যে জামাল গাজীপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ইলেকট্রনিক্সের ব্যবসা এবং জামাল পুরান ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।
এলাকাবাসী জানান, জালাল গত বুধবার রাতে মাওনা চৌরাস্তায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গ্রামের বাড়ি থেকে গাজীপুরে ছুটে আসেন বড় ভাই জামাল শেখ। সকাল সাড়ে ১০টার দিকে ছোট ভাইয়ের বাসায় পৌঁছেন তিনি। পরে মৃত ছোট ভাইয়ের মুখ দেখামাত্রই মাটিতে ঢলে পড়েন বড় ভাই জামাল। তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ভাই মৃত্যুবরণ করেছেন।কেন্দ্রীয় সরকার। প্রমোদতরী পর্যটন শিল্পকে আলাদা মাত্রায় পৌঁছে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews