মাইলস্টোন ট্র্যাজেডি, সিসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে সারিনা-সাইবা

মাইলস্টোন ট্র্যাজেডি, সিসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে সারিনা-সাইবা

প্রথম নিউজ, অনলাইন:  রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে সারিনা জাহান ও সাইবা জাহান। তারা যমজ বোন। তাদের মধ্যে সারিনার শরীর ২০ শতাংশ ও সাইবা জাহানের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা ইয়াছিন মজুমদারের সন্তান তারা।
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রী তারা।

ইয়াছিন মজুমদার জানান, বিমান দুর্ঘটনার পর সারিনা ও সাইবাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি। পরে বার্ন ইনস্টিটিউটে সন্ধান পাই। বর্তমানে তারা সিসিইউতে ভর্তি রয়েছে।
আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।