চট্টগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রিকশাচালক দগ্ধ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মো. জাহেদ (৩৮) নামে একজন রিকশাচালক দগ্ধ হয়েছেন

চট্টগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রিকশাচালক দগ্ধ

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মো. জাহেদ (৩৮) নামে একজন রিকশাচালক দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছেন।

রোববার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে থানার অক্সিজেন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ জাহেদের বাড়ি লালমনিরহাটে। তিনি চট্টগ্রাম নগরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।


ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী থানার সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে জেনেছি তিনি মোড়ে রিকশার ওপর বসা ছিলেন। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।