চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের মধ্যে আগুনে পুড়ে অঙ্গার নারী
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাটে বসতবাড়িতে আগুন লেগে হাছিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে থানার মাইজ্জা মিয়ার কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। সেসময় আগুন নেভাতে দিয়ে ইব্রাহিম নামে এক ফায়ার সার্ভিস কর্মী আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হাছিনা বেগম ওই এলাকার বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী। তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আগুনে ৬০টি টিনশেড ঘর ও একটি বেসরকারি স্কুল পুড়ে ছাই হয়ে গেছে। লাকড়ির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, সকালে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডে এক নারী দগ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।