চাটখিলে বিএনপির সমাবেশে আ’লীগের হামলা, আহত ৩০

চাটখিলে বিএনপির সমাবেশে আ’লীগের হামলা, আহত ৩০
চাটখিলে বিএনপির সমাবেশে আ’লীগের হামলা, আহত ৩০

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে বিএনপির ডাকা সভামঞ্চ ও চেয়ার ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আ‘লীগের নেতাদের বিরুদ্ধে। এ হামলায় চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হানিফ ও সদস্য সচিব শাহজাহান রানা, সাবেক মেয়র মোস্তফা কামালসহ বিএনপির ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জ্বালানি তেলের মূল্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। ওই সভায়ই এই হামলার ঘটনা ঘটে। ঘোষিত সভায় প্রধান অথিতি থাকার কথা ছিল সাবেক এমপি ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। কিন্তু দুপুর পৌনে ২টার দিকে চাটখিল পৌরসভার চাটখিল আলিয়া মাদরাসা প্রাঙ্গণের মঞ্চকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা ধারালো অস্ত্রসহ হামলা চালায়। এ সময় বিএনপির ৩০ জন নেতাকর্মী আহত হয়।

চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে আকস্মিক উপজেলা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলী গের নেতাদের মদদে আমাদের প্রতিবাদ সভার মঞ্চ ভেঙ্গে তছনছ করে দেয়। তখন আমরা নামাজে ছিলাম। তিনি আরো বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র হাতে মঞ্চ ভাংচুর ও বিএনপির নেতাকর্মীর ওপর হামলা চালায়। বিভিন্ন ইউনিয়নের সরকারি দলের নেতাকর্মীরা আমাদের এ প্রতিবাদ সমাবেশকে বানচাল করতে ওপেনে অস্ত্র হাতে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। পরে সরকারি দলের নেতাকর্মীদের তাণ্ডব উপেক্ষা করে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে চাটখিল বাজারের পূর্ব পাশে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করা হয়।

পরে চাটখিল হালিমা দিঘির পাড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন এ অনির্বাচিত সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বেগম জিয়ার মুক্তি ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি আরো বলেন, শুধু উপজেলা নয় গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে আন্দোলন ছড়িয়ে দিনে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম এমনভাবে বৃদ্ধি পেয়েছে, কার্যত তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই এ অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom