চকরিয়ায় বিএনপির নেতা-কর্মীর বাড়িতে গুলিবর্ষণ

চকরিয়ায় বিএনপির নেতা-কর্মীর বাড়িতে গুলিবর্ষণ
চকরিয়ায় বিএনপির নেতা-কর্মীর বাড়িতে গুলিবর্ষণ, প্রতিকী ছবি

প্রথম নিউজ, চট্টগ্রাম: বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের দিন ভোররাতে নেতা-কর্মীদের বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। শুক্রবার বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমনই উদ্বেগের কথা জানান চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাহান চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, ‘জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল চকরিয়া উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি। কিন্তু একদল সশস্ত্র সন্ত্রাসী বৃহস্পতিবার ভোরে কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান চৌধুরী, কাকারা বিএনপি নেতা নাজেম উদ্দিন ও ফাসিয়াখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসান আজিজের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।‘ গুলিবর্ষণকারীরা আওয়ামী লীগেরই লোকজন বলে দাবি করেন বিএনপি নেতা শাহাজাহান চৌধুরী।

তিনি জানান, ‘কর্মসূচির দিন আওয়ামী লীগের সশস্ত্র লোকজন রাজপথে মহড়া দেয়। এ অবস্থায় নেতা-কর্মীসহ এলাকার জনগণের জান-মালের বিষয় চিন্তা করে আমরা নির্ধারিত কর্মসূচি বাতিল করি। কিন্তু আইনশৃঙখলা বাহিনীর লোকজন অবৈধ অস্ত্রধারী ও গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি ঘটনাস্থলেও যায়নি। এতে করে আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত।’ তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে গুলিবর্ষণকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসালাম সাবু এবং উপজেলা যুবদলের সভাপতি ওমর আলী।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom