ঘিওরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ৭
প্রথম নিউজ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় লাইলী বেগম নামের এক গৃহবধূ নিহতের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ঘিওরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হানিফ (৪৫), মনোয়ার (৩২), লাইলী বেগম (৩৫), চম্পা (৫৫), হারান মল্লিক (৫৫), সুফিয়া (৫০) ও মাইনুদ্দিন মানু (৩৮)।
ওসি মো. আমিনুর রহমান জানান, শুক্রবার দুপুরে ঘিওরের মাইলাগি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ওই নারী নিহত হন। এ হত্যার ঘটনায় ঘিওর থানায় ১১ জনসহ অজ্ঞাতনামা ৫-৬ কে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ছেলে সাইফুল ইসলাম। মামলার পরপরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে হামলার মূলহোতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা এ হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।