বাড্ডায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫

বাড্ডায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বাড্ডা থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো.বশির, মো. নুর আলম অনি, মো. সুমন ওরফে টেলি সুমন, এস এম আমিনুল হক সেলিম ও মো. মনোয়ার শেখ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.শহিদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের শতাব্দী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়- ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জমি দখল করতো তারা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।