হজের পর এক লাখ ৯০ হাজারের বেশি ওমরাহ ভিসা ইস্যু

হজের পর এক লাখ ৯০ হাজারের বেশি ওমরাহ ভিসা ইস্যু

প্রথম নিউজ, অনলাইন:   সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে চলতি বছরের ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে ৩০ জুন পর্যন্ত সৌদি আরবের বাইরে থেকে আগত ওমরাহ পালনকারীদের জন্য ১ লাখ ৯০ হাজারের বেশি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ‘নুসুক’ (Nusuk ) প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে ওমরাহ ভিসা ইস্যুর প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এটি হজ-ওমরাহ ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা, যা সৌদি ভিশন ২০৩০-এর আওতায় ওমরাহযাত্রীদের সেবা উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে গত মাসের ১১ জুন থেকে ওমরাহ পারমিট ইস্যু করার কার্যক্রম শুরু হয়েছে।
এই অ্যাপটি ওমরাহ ও মসজিদুল হারাম-জিয়ারতকারীদের জন্য সরকারি সব সেবা একত্রিত করা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি ব্যবহারকারীদের সহজেই পারমিট বুকিং ও ভিসা ইস্যুর সুযোগ দেয়, পাশাপাশি ওমরাহ সেবাকে সমৃদ্ধ করতে বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করে।
এ বছরের সফল হজ মৌসুমের পরপরই ওমরাহ ভিসার জন্য আবেদন বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই হজ মৌসুম ছিল অত্যন্ত সফল।
সুশৃঙ্খল ব্যবস্থাপনা, উন্নত পারফরম্যান্স এবং প্রযুক্তি ব্যবস্থার আধুনিকায়নের কারণে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য সেবাদান প্রক্রিয়ায় কার্যকারিতা বেড়েছে। এটি প্রমাণ করে যে, দুই পবিত্র মসজিদের অতিথিদের সেবা প্রদানে সৌদি আরব হাজীদের আরাম, নিরাপত্তা ও সন্তুষ্টির সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য অবিরত কাজ করে যাচ্ছে।

সূত্র: সৌদিগ্যাজেট ডটকম