গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত
শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রথম নিউজ, অনলাইন : রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবলের নাম মনিরুল। আর ঘাতক কনস্টেবলের নাম কাওসার আলী। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই পুলিশ সদস্য কেন কী কারণে তার সহকর্মীকে গুলি করেছেন সেটা জানা যায়নি।
ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে। বডি স্পটে আছে। একই ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।