গৌরীর দেওয়া যে উপহার যত্ন করে রেখে দিয়েছেন শাহরুখ

গৌরীর দেওয়া যে উপহার যত্ন করে রেখে দিয়েছেন শাহরুখ

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু নব্বই দশকের শুরুতে তিনি ছিলেন শুধুই শাহরুখ। ছিল না সুপারস্টার তকমা; ছিল না খ্যাতি, সম্পত্তি।  তবুও ভালোবাসা ছিল। আর সেই ভালোবাসা নিয়েই বিয়ে করেছিলেন গৌরিকে। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ-গৌরী। সে সময় কত ছিল তাদের বয়স? শাহরুখ খানের ২৬, গৌরীর ২১ বছর। অনেক বাঁধা বিপত্তির পর বিয়ে হয়েছিল দু’জনের। এরপর কেঁটে গেছে বহু বসন্ত। একসঙ্গে মোকাবেলা করেছেন কঠিন সময়, উপভোগ করেছেন বহু সাফল্য।

আজ তাদের কাছে সবকিছুই রয়েছে। টাকা-পয়সা, গাড়ি, বাড়ি, সম্পত্তি...কোনো কিছুরই অভাব নেই। চাইলেই পাল্টে ফেলতে পারেন ব্যবহারের জিনিস। কিনতে পারেন নতুন করে। কিন্তু এতকিছুর মাঝেও যেটা পাল্টায়নি, সেটা হচ্ছে শাহরুখকে গৌরির দেওয়া একটি উপহার। যা আজও নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছেন কিং খান।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে, গৌরীর দেওয়া একটি আংটি শুরু থেকে আজ পর্যন্ত একইভাবে হাতের আঙুলে আগলে রেখেছেন শাহরুখ।  সেটা ভাইরাল হতেই শাহরুখ ভক্তদের মন্তব্য, স্ত্রীকে ভালোবেসে তার দেওয়া উপহার এখনও আগলে রেখেছেন নায়ক। 

বলিউডের এই তারকা দম্পতির এখন সম্পত্তির কমতি নেই। কিন্তু জীবনের কঠিন সময়ে গৌরির কাছ থেকে পাওয়া ভালোবাসার সেই উপহার এখনও শাহরুখের কাছে অমূল্য।