সিংহাম এগেইনে অজয় দেবগনের বোনের ভূমিকায় দীপিকা
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সিংহাম সিরিজের তৃতীয় ছবি ‘সিংহাম এগেইন’-এ অজয় দেবগনের বোনের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। রোহিত শেঠির সিংহম এগেইন নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। এছাড়া এই সিনেমায় নারী পুলিশের ভূমিকায় অভিনয় করবেন দীপিকা। খবর- কলকাতা২৪। খবরে বলা হয়, ইতোমধ্যে এ অভিনেত্রী অ্যাকশন-প্যাকড অংশের জন্য প্রস্তুতিমূলক কাজও শুরু করে দিয়েছেন৷
এদিকে এ সিনেমায় টইগার শ্রফ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। আগামী সেপ্টেম্বরে ফ্লোরে আসবে সিংহাম এগেইন। ২০২৪ সালের আগস্টে বড় পর্দায় প্রকাশিত হওয়ার কথা রয়েছে সিনেমাটির। সিংহাম সিরিজের এবারের সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকদের আগের মতো প্রবল উন্মাদনা ও ভালোবাসায় সাফল্য অর্জন করার আশা করছেন রোহিত শেঠি।