খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রিস বিএনপির দোয়া
প্রথম নিউজ, ডেস্ক : গ্রিসে বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গ্রিসের রাজধানী এথেন্সের একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গ্রিস বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন।
গ্রিস বিএনপির আহ্বায়ক ফারুক মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সাবেক সভাপতি জাকির হোসেন, সদস্য আমিমুল হক সুফি, গ্রিস বিএনপির নির্বাচন কমিশনার এস আলম সাইদুল, যুগ্ম আহ্বায়ক মিজান মুন্সী, সিলেট বিভাগীয় শাহজালাল ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন, গ্রিস বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক টিটু, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সহ সভাপতি জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি সদস্য ইসমাইল হোসেন রনি, সরোয়ার আলম, মৃধা নুরুল ইসলাম, এস আলম নিপু, আনোয়ার ঢালী, নুরুল আমিন, রিমন শেখ, সিলেট বিভাগীয় শাহজালাল ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হোসেন মিয়া।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আবু হুরায়রা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল লতিফ জিহাদী। এছাড়াও উপস্থিত ছিলেন দুলাল মিয়া, সাইদুর দেওয়ান, হাজী মো. ইসলাম, আলমগীর মাব্বর, ইকবাল হোসেন, হানিফ ভূইয়া, রুবেল সরকার, আজমল হোসেনসহ শতাধিক নেতাকর্মী।
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।