খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন: রিজভী

আজ রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন: রিজভী

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেয়ার সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে দেয়া বক্তব্যেরই বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, কয়েকদিন আগে আইনমন্ত্রী সোমবারে দেশনেত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে যে ঘোষণা দিয়েছিলেন তার ৩/৪ দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকায় দেয়া সাক্ষাতকারে বলেন যে, বেগম জিয়াকে বিদেশে যেতে হলে প্রথমে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে। গতকাল জানা গেল, আজ রোববার আইনমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন। আজ দেশনেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেয়ার সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে দেয়া বক্তব্যেরই বাস্তবায়ন। ফ্যাসিবাদী শাসনে আইনমন্ত্রী যে শেখ হাসিনার বিশ্বস্ত দোসর হবেন এটাই তো স্বাভাবিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, বেঁচে থাকা এবং উন্নত চিকিৎসায় সুস্থ হওয়া সবকিছু প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর তামাশার হিংসাত্বক বৃত্তে আটকে রাখা হয়েছে। দেশে এখন চলছে জয়বাংলার আইন। এই আইনে সুশাসন ও ন্যায়বিচার কঙ্কালে পরিণত হয়েছে।

অপপ্রচার, অসত্য ও বানোয়াট কাহিনী কুৎসিত প্রচারণা চালানোর পরেও দেশনেত্রীর অবিসংবাদিত নেতৃত্ব ও ব্যাপক জনপ্রিয়তা এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে তাঁর জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদায় চিড় ধরাতে না পেরে শেখ হাসিনা আক্রোশের নানামুখী প্রতিহিংসা চরিতার্থ করছেন। আর এজন্য তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকিয়ে রেখেছেন এবং এখন তাঁর উন্নত চিকিৎসায় বাধা দিয়ে দুনিয়া থেকে সরানোর নীলনকশা বাস্তবায়ন করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে আজ আইন মন্ত্রণালয়ের নেতিবাচক সিদ্ধান্ত মানবতা বিরোধী, বর্বর ইচ্ছা পূরণ ও অবিচারের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই সিদ্ধান্ত, ক্ষমতা জোর করে আঁকড়ে রাখতে শেখ হাসিনা পথের কাঁটা সরানোর দিগন্তবিৃস্তৃত লালসা পূরণের নিষ্ঠুর প্রজেক্ট। এটি পূর্বপরিকল্পিত এবং একটি গভীর মাষ্টারপ্ল্যানেরই অংশ।

তিনি বলেন, এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের প্রধান শক্তি জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না। বহুদলীয় গণতান্ত্রিক রীতি সমাধিস্থ করে কতৃর্ত্ববাদের নতুন আদর্শ, নতুন ভাবধারা ও নতুন নতুন রচিত নীতির মাধ্যমে দেশবাসীকে নির্বাক করে বন্দী করা হচ্ছে, তার বিরুদ্ধে জনগণ পথে পথে অবরোধ করবে। পচা, গলিত একদলীয় নব্য বাকশালের হিং¯্র দুঃশাসনকে প্রবল গতিতে প্রতিরোধ করবে জনগণ। নাৎসী জার্মানির ‘সিক্রেট স্টেট পুলিশ’ যার সংক্ষিপ্ত নাম ‘গেষ্টাপো’র ন্যায় বাংলাদেশে আওয়ামী ‘গেষ্টাপো’ হিসেবে পরিচিত আদালত, পুলিশ ও প্রশাসন দিয়ে জনগণের সামনে মৃত্যুর খাঁড়া ঝুলিয়ে রাখা হয়েছে। গেষ্টাপো’রা বেঞ্জামিন ইনজেকশন দিয়ে তাদের প্রতিপক্ষ বন্দীদের হত্যা করতো। বাংলাদেশেও এখন তা চলছে। দেশনেত্রীকেও গ্রেফতার করার পরে বিভিন্ন কায়দায় বিষ প্রয়োগ করা হয়েছে বলে জনগণ বিশ^াস করে। চারিদিকে পৈশাচিক প্রবৃত্তির যে ছবি দৃশ্যমান হচ্ছে সেটি বাংলাদেশ থেকে মুছে ফেলতে জনগণ আজ অঙ্গীকারাবদ্ধ।

শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী এবং উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী তালুতন্ত্র তৈরী করেছেন, রাষ্ট্রশক্তিকে হাতের তালুর মধ্যে নিয়ে বিরোধী গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার ধারাবাহিকতার প্রথম ও প্রধান টার্গেট করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। কারণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া, গণতন্ত্র পুনরুদ্ধারকারী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ জিয়া পরিবারের প্রতি জাতক্রোধ শেখ হাসিনার। এই কারণেই দেশনেত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিতেই চলছে বহুমাত্রিক নিষ্ঠুর আয়োজন। আজ আইন মন্ত্রণালয়ের এই বেআইনী সিদ্ধান্ত দেশনেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেয়ারই অংশ। আইন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। জনগণ এই সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

মূলত: মার্কিন ভিসা নীতি টেনশনে ফেলেছে শেখ হাসিনাকে। নির্বিঘ্নে দুঃশাসন চালিয়ে যাওয়ার মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কতৃর্ক ভিসা নীতি ঘোষিত হওয়ায় শেখ হাসিনা স্নায়বিক প্রতিক্রিয়ায় বিহব্বল হয়ে পড়েছেন। লুন্ঠন, সম্পদ পাচার, পুঁজি পাচার, সরকারঘনিষ্ঠ ধনাঢ্যদের বিদেশে ‘অবৈধ স্বর্গ’ গড়ে তোলা হয়েছে সেটি ব্যাহত হওয়ার আশঙ্কায় প্রধানমন্ত্রীরও ঘুম হারাম হয়ে গেছে। ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন তারা হলেন স্বেচ্ছাঋণখেলাপী। এরাই ঋণের টাকা লুটপাটকারীর ভূমিকা পালন করছে। এরা সবাই সরকারের ঘনিষ্ঠ লোকজন। এরাই অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার টরেন্টো ও দুবাইসহ বহু দেশে গড়ে তুলেছেন বেগমপুর বা বেগমপাড়া। এই সমস্ত গড়ে তোলা অবৈধ স্বর্গ থেকে বিদায় হওয়ার দুঃস্বপ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন উদ্ভ্রান্ত হয়ে মরণকামড় দিতে দেশনেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসায় বাধা দেয়াসহ দেশব্যাপী নতুন নতুন নিপীড়ণ—নির্যাতনের পদ্ধতি অবলম্বন করছে।

সারাদেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কতৃর্ক হামলা, মামলা ও  গ্রেফতারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে রিজভী বলেন-

- ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিমকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়াও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর সুমন ও রামপাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম শোভনকে গ্রেফতার করে পুলিশ। 
 
- ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সবুজবাগ থানাধীন ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল কবির ও শ্যামপুর থানাধীন ৫৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসেল আলীকে গ্রেফতার করে পুলিশ। 
- ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলাধীন পাগলা থানা বিএনপির সদস্য উজ্জল আহমেদ পাপ্পুকে রাত ১২ টার সময় এবং নান্দাইল পৌর বিএনপির সাবেক সহ—সভাপতি মোখলেছুর রহমান মুক্তা, রাজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান বুলবুলকে ভোররাত ৪ টার সময় তাদের বাসায় হানা দিয়ে গ্রেফতার করে পুলিশ।
- ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলাধীন রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাজমুল ও মোঃ রানাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 
- ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ঢাকা মহানগরের মতিঝিল থানাধীন ৮নং ওয়ার্ড বিএনপি’র সহ—সভাপতি আব্দুল বাতেন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। 
- ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত আনুমানিক ২:৩০ মিনিটের সময় নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান ভূঁইয়ার বাড়ির মুল ফটক ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে তাকে না পেয়ে তার বাড়িতে থাকা মূল্যবান কাগজপত্র তছনছ এবং বাড়ির আসবাবপত্র ভাংচুর  াকরে পরিবারের সদস্যদের হুমকি—ধামকি প্রদর্শন করে।
- ২৭ সেপ্টম্বর ২০২৩ তারিখ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য নুরুল ইসলাম সওদাগর, খোরশেদ আলম, কেলিশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলম মেম্বার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান আবু, বিএনপি নেতা আব্দুল করিম, শ্রমিকদল নেতা নুরুল আবচার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আল রায়হান সোহেল, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা— আবদুস সালাম, আকতারুজ্জামান বাবলু, মোহাম্মদ বেলাল, এস এম রেজা রিপন, কাজিম উদ্দিন ও ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরান একটি মিথ্যা মামলায় আদালতে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
- ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শেরপুুর জেলার শ্রীবদীর্ উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ শাহজাহান চাঁন, রাণীশিমুল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিল্লাত হোসেন আকন্দ, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক ইসরাফিল হোসেন, তাঁতীহাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, মনোহর আলী, যুবদল নেতা রতন মিয়া, ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, মানিককুড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মমিন মেম্বার, মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের সহ—সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা মোঃ মিজান, আহম্মদনগর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাজন, বিএনপি নেতা মোঃ মোস্তফা ও আমির হামজাকে গ্রেফতার করে পুলিশ।
- গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বাগেরহাট জেলায় পুলিশ বিএনপি নেতাকমীর্দের বাড়ীতে ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে রামপাল উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান, রামপাল সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন আকো, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্লা সাবরাহান হোসেন তানজীদ ও রামপাল থানা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম শোভনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া পুলিশ বিনা ওয়ারেন্টে বিএনপি নেতাকমীর্দের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশী চালিয়ে তাদের না পেয়ে পরিবারের লোকজনদের হুমকি—ধামকি প্রদর্শন করছে। বাগেরহাট জেলায় বিএনপি নেতাকমীর্রা বাড়ি—ঘরে থাকতে পারছেনা।
- গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ—সভাপতি জয়দেব জয় একটি মিথ্যা মামলায় আদালতে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। 
 হামলা ও আহত ঃ 
- ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের বাসভবনের সামনে আগামী ০৫ অক্টোবর ২০২৩ তারিখ চট্টগ্রাম জেলার রোডমার্চ সফল করার লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের বেপরোয়া হামলায় বিএনপি সমর্থিত এক নিরীহ দোকান কর্মচারী জাহিদ হাসান রুমনকে পাথর ছুড়ে নিমর্মভাবে হত্যা করে। এই ঘটনায় নিজেদের অপরাধ অন্যের উপর চাপাতে বিএনপি নেতাকমীর্দের নামে মামলা দিতে নিহতের পরিবারকে চাপ সৃষ্টি করছে স্থানীয় আওয়ামীলীগ। উক্ত হামলার প্রায় শতাধিক বিএনপি নেতাকমীর্ আহত হয়। এই হত্যাকান্ডের প্রায় ২ঘন্টা পরে চট্টগ্রাম জেলাধীন মিরেরসরাই উপজেলায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আসবাবপত্র ভাংচুর, বোমা হামলা ও অগ্নিসংযোগ করে। 
- ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বাগেরহাট জেলাধীন ফকিরহাট উপজেলায় ২টি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা হওয়ার পর আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ফকিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লেয়াকত খান ও সদস্য সিরাজুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতাকমীর্কে গুরুতর আহত করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 
- ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পাবনা জেলাধীন ঈশ^রদী উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিমের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে তাকে গুরুতর আহত করে।
- ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ভোলা জেলাধীন দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়ন ছাত্রদলের সহ—সভাপতি মোঃ মোহন দৌলতখান সরকারি কলেজে পরিক্ষা দিতে গেলে ছাত্রলীগ সন্ত্রাসী নবী নেওয়াজ আকাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। বর্তমানে সে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছে। 
- ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানা যুবদল নেতা মোঃ শাহাবুদ্দিনের বাসায় রাত ১ টার সময় হাজারীবাগ থানা পুলিশ অতর্কিত হামলা চালিয়ে তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং তল্লাশির নামে ঘরের আসবাবপত্র ভাংচুর করে।  
- ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ খুলনা বিভাগীয় তারুণ্যের রোডমার্চে অংশগ্রহণ ও সফল করার লক্ষ্যে রামপাল উপজেলা বিএনপি ও এর অঙ্গ—সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসার পথে কাটাখালি চৌরাস্তার মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়— ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা শেখ বাইজিদ হোসেন, কৃষকদল নেতা—মল্লিক জাহিদুর রহমান, শেখ আলমগীর হোসেন, মল্লিক নাজিম উদ্দিন, ইদ্রিস আলী, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা— এস এম রিপন, গাজী আল আমিন, হাওলাদার ফরিদ, মোহাম্মদ রেজওয়ান, ডাকুয়া সোহাগ, —সৈয়দ কুদরত ইলাহি গাজী সাইফুল, মঞ্জুর ডাকুয়া, ছাত্রদল নেতা— শেখ হাফিজুর রহমান, মল্লিক মিথুন, শেখ জুবায়ের পরশ, মোঃ মোস্তফা, মোহাম্মদ আরিফুল ইসলাম, শামীম হাসান সোহেল, সৈয়দ মারুফ বিল্লাহ, যুবদল নেতা— মোহাম্মদ ইনামুল, আল—মুসাব্বির, ফেরদাউস মোল্লা, মোল্লা আসাদ, মোঃ ইমরুল কায়েস, শেখ মেহেদীসহ অনেক নেতৃবৃন্দ।
- ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতা সোহাগ মিয়া ২য় বর্ষের টেষ্ট পরিক্ষা দিতে গেলে পরিক্ষার হল থেকে ধরে নিয়ে গিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে মারধর করে গুরুতর আহত করে। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগরের নির্দেশনায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান পলাশের নেতৃত্বে এই হামলা চালায়।
- চট্টগ্রাম উত্তর জেলাধীন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব ও মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ফতেপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের শারীরিক খেঁাজখবর নিয়ে ফেরার পথে ভবানীপুর এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা তার গাড়ি প্রতিরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালায়। 
- ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রোডমার্চে অংশ নিতে যাওয়ার সময় যশোরের চুড়ামনকাঠী বাজারে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন যশোর জেলাধীন চৌগাছা উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আজগর আলী ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহীন। 
- ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ফেনী জেলাধীন ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ উদ্দিন ভূঁইয়া এবং জিএমহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন এর ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট চালায় এবং তাদের হুমকি প্রদর্শন করে বলে যে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে এলাকা ছেড়ে চলে যেতে।
- ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানা বিএনপি নেতা খোরশেদ মেম্বারকে আওয়ামী সন্ত্রাসীরা মারধর করে গুরুতর আহত করে।  
- ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে একটি মামলায় প্রধান আসামী এবং অপর আরেকটি মামলায় ৭ নং আসামী করে মোট ২৪৫ জন বিএনপি নেতাকমীর্দের নামে শ্রীবদীর্ ও ঝিনাইগাতী থানায় দুটি মিথ্যা মামলা দায়ের করে পুলিশ। 

- ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি মোঃ আরিফ, নওশাদ, শাহাদাৎ, বাবুল মেম্বার, মোঃ শফিউদ্দীন, মিজানুল হক ও নুরুল মমিনসহ ৪০ জন বিএনপি নেতাকমীর্দের আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে যুবদল নেতা শাহাদাৎ, রাজু, তাঁতীদল নেতা মোঃ ওসমানকে গ্রেফতার করে পুলিশ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমি গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহবান জানাচ্ছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।  গত ২৮ ও ২৯ জুলাই ২০২৩ তারিখ হতে অদ্যাবধি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী 

মোট আহত  ঃ ১৬৫০ জন                                                           
মোট মামলা   ঃ ৩৩৮ টি 
মোট গ্রেফতার           ঃ ২১০০ জন 
মোট আসামী            ঃ ১৩,৪৬০ জন