খালেদা জিয়া থেকে দৃষ্টি ফেরানোর জন্য সরকার সমাজে দাঙ্গা সৃষ্টি করছে: টুকু

খালেদা জিয়া থেকে দৃষ্টি ফেরানোর জন্য সরকার সমাজে দাঙ্গা সৃষ্টি করছে: টুকু
বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে দৃষ্টি ফেরানোর জন্য আজকে সমাজে দাঙ্গা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।

আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নয় বছর লড়েছেন গণতন্ত্র হত্যার বিরুদ্ধে,এরশাদের বিরুদ্ধে। নয় বছর আপোষহীণ থেকে তিনি গণতন্ত্র মুক্ত করেছেন। এখন এই অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার ষড়যন্ত্র করছে। মিথ্যা মামরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাদন্ড দিয়ে কারাগারে কোন চিকিৎসা দেয়নি এই অবৈধ সরকার। এখন বিদেশে চিকিৎসাও নিয়ে দিচ্ছে না। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বেগম খালেদা জিয়া থেকে দৃষ্টি ফেরানোর জন্য আজকে সমাজে দাঙ্গা সৃষ্টি করছে। বিএনপির লোকদেরকে গ্রেফতার করছে। এ সমস্ত করে হামলা করে সরকারের পতন ঠেকানো যাবে না। 

তিনি বলেন, দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দেশের সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর তত্তাবোধক সরকার আনতে হলে আন্দোলন ছাড়া অন্য কোন রাস্তা নাই। তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আর এই সরকারের নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom