কেসিসির নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে কেসিসি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

কেসিসির নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

প্রথম নিউজ, খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে দুটি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন দুই আওয়ামী লীগ নেতা।

সোমবার রাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে কেসিসি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে শাহাদাত হোসেন মিনা, ২নং ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৩নং ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৪নং ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ৫নং ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলী, ৬নং ওয়ার্ডে শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭নং ওয়ার্ডে শেখ মিস্টার খালেদ আহমেদ, ৮নং ওয়ার্ডে সাহিদুর রহমান, ৯নং ওয়ার্ডে মাহফুজুর রহমান লিটন, ১০নং ওয়ার্ডে শরিফুল ইসলাম প্রিন্স, ১১নং ওয়ার্ডে নাইমুল ইসলাম খালেদ, ১২নং ওয়ার্ডে মাস্টার শফিকুল আলম, ১৩নং ওয়ার্ডে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এস এম খুরশিদ আহমেদ টোনা, ১৪নং ওয়ার্ডে শেখ মফিজুর রহমান পলাশ, ১৫নং ওয়ার্ডে মো. আমিনুল ইসলাম মুন্না, ১৬নং ওয়ার্ডে শেখ হাসান ইফতেখার চালু, ১৭নং ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান হাফিজ, ১৮নং ওয়ার্ডে রাজুল হাসান রাজু, ১৯নং ওয়ার্ডে জাকির হোসেন বিপ্লব, ২০নং ওয়ার্ডে শেখ মো. গাউসুল আজম, ২১নং ওয়ার্ডে মো. ইমরুল হাসান, ২২নং ওয়ার্ডে কাজী আবুল কালাম আজাদ বিকু, ২৩নং ওয়ার্ডে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪নং ওয়ার্ডে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেড এ মাহমুদ ডন, ২৫নং ওয়ার্ডে আলী আকবর টিপু, ২৬নং ওয়ার্ডে গোলাম মাওলা শানু, ২৭নং ওয়ার্ডে এসএম রফিউদ্দিন আহমেদ, ২৮নং ওয়ার্ডে মোহাম্মদ জিয়াউল আহসান টিটো, ২৯নং ওয়ার্ডে ফকির সাইফুল ইসলাম, ৩০নং ওয়ার্ডে এসএম মোজাফফার রশিদী রেজা ও ৩১নং ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু। 

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৮৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। এবারই প্রথম খুলনা সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ হয়েছে। সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন ভোটাররা। প্রায় অনেক কেন্দ্রে ইভিএম ধীরগতিতে কাজ করেছে বলে অভিযোগ করেন ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। 

এ নির্বাচনে সাধারণ ৩১টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৩৬ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  নির্বাচনে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক।