কুসুম্বা ইউনিয়নে সাধারণ সদস্য পদে নিজের ভোটও পাননি প্রার্থী
রানা বলেন, আমি ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আছি এবং ইউনিয়নের এক নম্বর প্যানেল চেয়ারম্যান। আমি যে ভোট দিয়েছি, সেই ভোটও নেই। আমার পরিবারের কথা নাহয় বাদই দিলাম। এখন নিজের ভোটটি খুঁজতে পরবর্তী ব্যবস্থা নেব।
প্রথম নিউজ, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে ৯ নং ওয়ার্ডে রবিউল ইসলাম রানা নামের এক প্রার্থী কোনো ভোট পাননি। অর্থাৎ ভোটের হিসাবে তার নিজের ভোটটিও বাক্সে পড়েনি। গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এ ওয়ার্ডে চারজন প্রার্থী ইউপি সদস্য পদে অংশ নেন। ফলাফলে দেখা যায়, ওই ওয়ার্ডের ২৮৭২ জন ভোটারের মধ্যে ২৪৬৩ জন ভোটার তাদের ভোট দেন। এর মধ্যে ১৫৩ ভোট বাতিল হয়। আর ২৩১০ বৈধ ভোটের মধ্যে ভূপেন চন্দ্র মন্ডল (টিউবওয়েল) ৮৯৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়নুল হাসান (আপেল) ৭৩৫ ভোট পান। আরেক প্রার্থী আজিজুল হক (মোরগ) ৬৮২ ভোট পান। তবে তালা প্রতীক নিয়ে কোনো ভোটই পাননি রবিউল ইসলাম রানা।
এ বিষয়ে রবিউল ইসলাম রানা বলেন, আমি ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আছি এবং ইউনিয়নের এক নম্বর প্যানেল চেয়ারম্যান। আমি যে ভোট দিয়েছি, সেই ভোটও নেই। আমার পরিবারের কথা নাহয় বাদই দিলাম। এখন নিজের ভোটটি খুঁজতে পরবর্তী ব্যবস্থা নেব। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমান বলেন, প্রার্থী রবিউল ইসলাম রানা কোনো ভোট পাননি। আমরা গণনায় তার প্রতীকের একটি ভোটও পাইনি। এখন প্রার্থী নিজের ভোট না পেলে আমরা কী করব? পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, প্রার্থী কোনো ভোট না পেলে আমরা কী করব? বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা বলতে পারবেন।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল তিনটার দিকে ভোট দিতে গিয়ে বুথের ভেতর থেকে ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী ময়নুল হাসানের আপেল প্রতীকে সিল মারা ১০০ ব্যালট পেপার পেয়েছিলেন জাহাঙ্গীর আলম নামের একজন ভোটার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: