স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, যুবক আটক
ময়মনসিংহের ফুলপুরে যৌতুকের জন্য নির্যাতন
প্রথম নিউজ,
: ময়মনসিংহের ফুলপুরে যৌতুকের জন্য নির্যাতন করে সুফিয়া বেগম (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আবু সাঈদ বাবুকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭) বিকালে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি পূর্বপাড়া গ্রামে। নিহত সুফিয়া শেরপুরের নকলা উপজেলার দরিতেঘড়ি গ্রামের জহির উদ্দিনের মেয়ে। অপরদিকে আবু সাঈদ ফুলপুর উপজেলার ভাইটকান্দি পূর্বপাড়া গ্রামের বদরুল আমিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বছর আগে আবু সাঈদের সঙ্গে সুফিয়া বেগমের বিয়ে হয়। তাদের ৮ মাসের এক শিশু ছেলে রয়েছে। ঘটনার দিন বিকেলে যৌতুকের জন্য নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে আবু সাঈদ স্ত্রীকে মারধর করেন। এতে সুফিয়া গুরুতর অসুস্থ হলে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ বিষয়টি জানতে পেরে হাসপাতাল থেকে সুফিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযান চালিয়ে রাতেই আবু সাঈদ বাবুকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মোতালেব চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: