কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

প্রথম নিউজ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হান্নান মিয়া (২০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের সাদিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
হান্নান মিয়া গাজিরচর ইউনিয়নের সাদিরচর গ্রামে জামাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের নিজ ঘরে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব জুয়েল জানান, হান্নান মিয়া প্রায় দুই বছর ধরেই ব্যাটারিচালিত অটোরিকশা চালান। প্রতিদিন নিজের বাড়িতে অটোরিকশার ব্যাটারি বৈদ্যুতিক উপায়ে চার্জ দিতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ থেকে খোলার সময় হান্নান মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় হান্নানের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।