কিশোরী ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার
রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রথম নিউজ, সাভার: সাভারের আশুলিয়ায় এক হাউজিং কোম্পানির ভেতরের নির্জন জায়গায় নিয়ে কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার বিকেলে পলাশবাড়ি এলাকায় লেকমাঠ হাউজিংয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার আরিফ খান জয় (২৬) আশুলিয়ার জিরাবো ধনাইদ এলাকার শামসুল খানের ছেলে।
ভুক্তভোগী কিশোরীর ভাই জানান, হাউজিং কোম্পানির ভেতরে একটি প্লট দেখাশুনার জন্য মালিকের বাড়িতেই পরিবার থাকি। শনিবার বিকেলে পাশেই আমার মামাবাড়ি থেকে ফেরার সময় আমার বোনকে মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে আরিফ। এসময় চিৎকার করলেও কেউ শুনতে পায়নি। পরে আমার বোন বাসায় এসে ঘটনা বললে আরিফকে শনাক্ত করি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।