কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব: কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

সোমবার (৩১ অক্টোবর) রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব: কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মুগদার মান্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্ব মীমাংসা করে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মো. রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই রাহাত জানান, আমার ভাই মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথমের বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের সিনিয়র-জুনিয়র নিয়ে একটি ঝামেলা হয়। স্থানীয় গ্যাংয়ের লিডার হীরা ও রবিউল বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে তাদের বন্ধুদের ফোন করে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রাতুলকে কুপিয়ে জখম করে।

প্রথমে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১০০ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি যশোর সদর জেলার ধানকাটা গ্রামে। বর্তমানে, খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় পরিবার নিয়ে থাকতেন। রাতুল তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর জানান, আমরা জানতে পেরেছি মুগদা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব চলছে। হীরা ও সজীব গ্রুপের মধ্যে প্রায়ই মারামারি হত। রোববার ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। গতকাল ওই বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে সজীব গ্রুপকে ডেকে নেয় হীরা গ্রুপ। আমরা জানতে পেরেছি সজীব গ্রুপের সদস্য ছিলেন রাতুল হীরা গ্রুপের লোকজন রাতুলকে কুপিয়ে আহত করে। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি জানান, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আসামিদের ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলছে বলেও জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom