ভিডিও দেখিয়ে শিশুদের যৌন নিপীড়ন, কারাগারে বৃদ্ধ
পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়
প্রথম নিউজ,বরগুনা: বরগুনায় অশ্লীল ভিডিও দেখিয়ে চার মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে নূর মোহম্মদ (৬০) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার (৩১ অক্টোবর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম এ আদেশ দেন।নূর মোহম্মদ বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের কাছেম বয়াতীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মাদরাসাপড়ুয়া চার শিশুকে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন করতেন নূর মোহাম্মদ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে মাদরাসায় যাওয়ার সময় ওই শিশুদের ডেকে অশ্লীল ভিডিও দেখিয়ে ফের নিপীড়নের চেষ্টা করেন। পরে শিশুরা বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়। এরপর শনিবার (৩০ অক্টোবর) দুপুরে অভিভাবকরা বরগুনা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিকেলে বৃদ্ধকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পেলে আদালতের মাধ্যমে ওই বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান বলেন, পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: