পল্টনে দুই মানব পাচারকারী গ্রেপ্তার
সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রোববার (৭আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল। এসময় পাচার হতে যাওয়া তিন ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়েছে।

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর পল্টনে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রোববার (৭আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল। এসময় পাচার হতে যাওয়া তিন ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে একই রাতে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিনব এবং নকল মোবাইল তৈরির মূল কারিগরকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর একটি দল। এসময় বিপুল পরিমাণ মোবাইল ও IMEI পরিবর্তন করার যন্ত্রপাতি জব্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
news.google.com
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews
https://youtube.com/prothom