ঢাকায় নিয়ে তরুণীকে যৌনকর্মে বাধ্য করার অভিযোগ

প্রথম নিউজ, বরিশাল: চাকরির প্রলোভন দেখিয়ে বরিশালের এক তরুণীকে রাজধানী ঢাকায় নিয়ে জোর করে যৌনকর্মে বাধ্য করার অভিযোগ উঠেছে মেয়েটির আপন ফুফা-ফুফুর বিরুদ্ধে। রাজধানীর শনিরআখড়ার একটি বাসায় তাকে প্রায় ৫ মাস আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে এই কাজ করতে বাধ্য করা হয়।
বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন এলাকার বাসিন্দা ওই তরুণী সম্প্রতি কৌশলে পালিয়ে বাবার বাড়িতে উঠেছেন এবং সোমবার রাতে তিনি ফুফু-ফুফাসহ ৩ জনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন। বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান মামলা গ্রহণের বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ওই তরুণীর অভিযোগ রাতেই আমলে নিয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তরা হলেন- বাদীর ফুফু নূপুর বেগম, ফুফা নজরুল ইসলাম এবং বন্দর থানাধীন নরকাঠী এলাকার সোহেল খান।