কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী ইয়াসিন মালিকের স্ত্রী পাকিস্তানের মন্ত্রিসভায়

জিওটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে মানবাধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের বিশেষ উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে।

কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী ইয়াসিন মালিকের স্ত্রী পাকিস্তানের মন্ত্রিসভায়

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: কারাবন্দি কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের স্ত্রী মুশাল হোসেন মল্লিককে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের অংশ করা হয়েছে। জিওটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে মানবাধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের বিশেষ উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। মুশালের স্বামী জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) কমান্ডার ইয়াসিন মালিক, সন্ত্রাসী অর্থায়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে বর্তমানে দিল্লির তিহার জেলে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। 

এই জুটি ২০০৯ সালে ইসলামাবাদে গাঁটছড়া বেঁধেছিলেন এবং বিয়ের উৎসবে সেই সময়ে পাকিস্তানের কিছু শীর্ষ রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের ১৮সদস্যের মন্ত্রিসভা বৃহস্পতিবার আইওয়ান-ই-সদরে রাষ্ট্রপতি আরিফ আলভির সরকারি বাসভবনে শপথ গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভাকে সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন নতুন আদমশুমারির ভিত্তিতে নির্বাচনী এলাকার নতুন সীমানা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ নির্বাচন বিলম্বিত হবে। 

বৃহস্পতিবার ইসিপি ঘোষিত তফসিল অনুসারে, সীমানা নির্ধারণ ১৪ ডিসেম্বর শেষ হবে, যা বিধানসভা ভেঙে যাওয়ার পরে নির্বাচনের জন্য ৯০ দিনের সময়সীমা ছাড়িয়ে গেছে।ইতিমধ্যে, অন্তর্বর্তী সরকারকে সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত নগদ অর্থ সংকটে থাকা দেশ পরিচালনা এবং ক্ষমতার নির্বিঘ্ন হস্তান্তর নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্তর্বর্তী মন্ত্রিসভায় ১৬ জন ফেডারেল মন্ত্রী এবং ৩ জন উপদেষ্টা রয়েছেন। সাবেক পররাষ্ট্র সচিব জলিল আব্বাস জিলানিকে পররাষ্ট্রমন্ত্রী, সরফরাজ বুগতিকে স্বরাষ্ট্রমন্ত্রী, শামশাদ আখতারকে অর্থমন্ত্রী, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আনোয়ার আলী হায়দারকে প্রতিরক্ষামন্ত্রী এবং সিনিয়র সাংবাদিক মুর্তজা সোলাঙ্গিকে তথ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

খলিল জর্জ সংখ্যালঘু মন্ত্রী, শিল্পপতি গোহর ইজাজ শিল্পমন্ত্রী, শিক্ষাবিদ ডক্টর উমর সাইফ তথ্যপ্রযুক্তি মন্ত্রী, আহমেদ ইরফান আসলাম আইনমন্ত্রী, প্রখ্যাত অভিনেতা জামাল শাহ সংস্কৃতিমন্ত্রী আনিক আহমেদ ধর্মমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে