কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ কয়েদির মৃত্যু

আজ সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নুর ইমলাম ওরফে শেখ চান (৬৯) ও তাইজুদ্দিন (৭৬) নামের ওই দুই কয়েদি মারা যান।

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ কয়েদির মৃত্যু
ফাইল ফটো

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নুর ইমলাম ওরফে শেখ চান (৬৯) ও তাইজুদ্দিন (৭৬) নামের ওই দুই কয়েদি মারা যান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েদি নুর ইমলাম ওরফে শেখ চান কিশোরগঞ্জের হোসেনপুর থানার মধ্য গোবিন্দপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তিনি হোসেনপুর থানার একটি হত্যা মামলায় ২৬ অক্টোবর থেকে এ কারাগারে বন্দি ছিলেন। তাইজুদ্দিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা।

সিনিয়র জেল সুপার জানান, ৬৯ বছর বয়সী নুর ইমলামকে ২০১৯ সালের ২৬ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। আজ সোমবার সকালে কারাগারের ভেতর বমিসহ বুকে ব্যাথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সকাল ৬টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৬টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

একই সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি তাইজুদ্দিনও কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তারও শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুরের একই হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom