কর্ম সূচি সফল করতে কেশবপুর যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা

যশোর জেলা বিএনপির উদ্যোগে আগমীকাল বৃহস্পতিবার স্বারক লিপি প্রদান ও বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালিত হবে।

কর্ম সূচি সফল করতে কেশবপুর যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা

প্রথম নিউজ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা বিএনপির উদ্যোগে আগমীকাল বৃহস্পতিবার স্বারক লিপি প্রদান ও বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালিত হবে। এ কর্মসূচী সফল করার লক্ষে আজ বুধবার দুপুরে কেশবপুর থানা ও পৌর যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। থানা যুবদল নেতা আলমগীর ছিদ্দিকের সভাপতিত্বে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রতন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক কামরুল হাসান চুন্নু, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম রিংকু।

থানা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য  রাখেন পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, যুগ্ম-আহবায়ক শাহ আলম মোড়ল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ, থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাল, অহিদুর রহমান অন্তু, আলীমুজ্জামান রাসেল প্রমূখসহ অনেকে। এ সময়  থানা ও পৌর যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।