কনকাশন বিতর্কের ম্যাচে ঢাকাকে হারাল চট্টগ্রাম
প্রথম নিউজ, ক্রীড়া প্রতিবেদক: প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের সামর্থের প্রমাণ দিয়েছিলো। মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৭ রান তাড়া করেও জিতে গিয়েছিলো তারা। দ্বিতীয় ম্যাচটি ছিল একটু হতাশার। খুলনা টাইগার্সের বিপক্ষে ১২১ রানে অলআউট হয়ে হেরেছিলো ৪ উইকেটের ব্যবধানে। তবে টানা তৃতীয় ম্যাচ খেলতে নেমে জয় নিয়েই মাঠ ছেড়েছে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঘঞ্জার্স।
মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকাকে ৬ উইকেটের ব্যবধানে অনায়াসেই হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছিলো ঢাকা। জবাবে ১৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকাকে সহজেই হারিয়ে দিলো চট্টগ্রাম
কনকাশন বদলি হিসেবে স্কোয়াডের বাইরে থাকা খেলোয়াড়কে নামিয়ে বিতর্ক উস্কে দিয়েছিল দুরন্ত ঢাকা। এমন ম্যাচেও অবশ্য ১৩৬ রানের বেশি পুঁজি গড়তে পারেনি দলটি। সাদামাটা টার্গেট তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হাারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। লো স্কোরিং ম্যাচটিতে শেষ পর্যন্ত জিতেছে চট্টলার ফ্র্যাঞ্চাইজি। ১০ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পেয়েছে শুভাগত হোমরা। ৪০ বলে ৪৯ রানের দায়িত্বশীল ব্যাটিং করে চট্টগ্রামের জয়ের নায়ক তানজিদ হাসান তামিম। এ নিয়ে চলতি বিপিএলে দ্বিতীয় জয় পেল ফ্র্যাঞ্চাইজিটি।
একদিন বিরতির পর আজ আবারও মাঠে গড়িয়েছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে মোসাদ্দেক হোসেন সৈকতের ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন দানুশকা গুনাথিলাকা।
আল-আমিনের বলটা ঠিকঠাক বুঝে উঠতে পারেনি দুর্দান্ত ঢাকার লঙ্কান এই ওপেনার। ইনসাইড এজ হয়ে বল আঘাত করে হেলমেটে। পড়ে গিয়ে উঠে দাঁড়ান তিনি। তবে বোঝা যাচ্ছিল খেলার মত অবস্থায় নেই আর। গুনাথিলাকা রিটায়ার্ড হার্ট হওয়ার পর কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন তারই স্বদেশি লাসিথ ক্রুসপুলে। যিনি ১৫ জনের স্কোয়াডেই ছিলেন না। যা নিয়ে আপত্তি জানিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।