কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত কলকাতার জনজীবন
এক যুবকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সৃষ্টি এই ছবিটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় গুঁড়ো গুঁড়ো বরফ, শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে বরফ কণা- না, সত্যি দৃশ্য নয়। অংশুমান চৌধুরী নামের এক যুবকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সৃষ্টি এই ছবিটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কিন্তু, কৃত্রিমভাবে বানানো এই ছবিটি না বাস্তব হয়ে যায়! আবহাওয়াবিদ সুজিব কর এমনই ইঙ্গিত দিয়েছেন। কলকাতার শুক্রবারের তাপমাত্রা সেই রকম অশনি সংকেতই দিচ্ছে। মরশুম শুধু নয়, গত পাঁচ বছরের মধ্যে সব থেকে বেশি ঠাণ্ডা কলকাতায় পড়লো শুক্রবার। এদিন শহরের তাপমাত্রা দাঁড়িয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ১২.৭ । বৃহস্পতিবারটি শীতলতম দিন বলে পরিগণিত হচ্ছিলো। এখন শুক্রবার সেই রেকর্ডকে ছাপিয়ে গেল। আবহাওয়াবিদরা বলছেন, মূলত উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর জন্যেই এই ঠান্ডা। সোমবার থেকে তাপমাত্রা বাড়বে, কিন্তু আবার কমবে সপ্তাহের শেষ দিকে।
কলকাতায় গরম জামাকাপড় বিক্রি হচ্ছে দেদার। এর সঙ্গে বিক্রি বেড়েছে রুম হিটার এর। কলকাতা মেঘের আড়ালে। রোদ প্রায় দেখা যাচ্ছে না। জনজীবন কার্যত বিপর্যস্ত। রাস্তায় লোক চলাচল কমে গিয়েছে। সব মিলে শীতের চাদরে যেন মুখ লুকিয়েছে কলকাতা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews