ইরাকে আইএস জঙ্গিদের হামলায় নিহত ১১
প্রথম নিউজ, ডেস্ক : ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি গ্রামে এক নারীসহ ১১ জনকে হত্যা করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির জয়েন্ট অপারেশন্স কমান্ড।
বিবৃতিতে বলা হয়েছে, মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে ‘নিরস্ত্র বেসামরিকদের’ ওপর হামলাটি চালানো হয়েছে।
মঙ্গলবার ভোরে নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, ওই গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বন্দুকধারীরা কয়েকটি গাড়িতে করে গ্রামটিতে এসেছিল, হামলায় তারা আধা-স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছে।
ইরাকে ২০১৭ সালে জঙ্গি গোষ্ঠী আইএস পরাজিত হলেও তাদের অবশিষ্ট সদস্যরা দেশটির বিভিন্ন অংশে গেরিলা কায়দায় হামলা অব্যাহত রেখেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: