কাঁদছেন ‘অ্যাম্বুলেন্স গার্ল’ মেহজাবীন!

নুসরাতের বাবা রহমান সাহেব অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন

 কাঁদছেন ‘অ্যাম্বুলেন্স গার্ল’ মেহজাবীন!
কাঁদছেন ‘অ্যাম্বুলেন্স গার্ল’ মেহজাবীন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : নুসরাতের বাবা রহমান সাহেব অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন। অথচ বাবা নিজে যেদিন স্ট্রোক করেছিলেন সেদিন কিশোরী নুসরাত সঠিক সময়ে তার বাবার জন্য অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেনি। পুরো ঘটনা নুসরাতের মনে দাগ কেটে যায় আর মনে মনে সিদ্ধান্ত নেয় সে অ্যাম্বুলেন্স ড্রাইভার হবে। এরপর একটি হাপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভারের চাকরি নেয়।

এমনই ব্যতিক্রম গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘আ্যম্বুলেন্স গার্ল’। আর এই নাটকে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালনা করেছেন অনন্য ইমন।

নির্মাতা ইমন জানান, ‘নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন নুসরাত প্রতিনিয়ত চারপাশের সাথে যুদ্ধ করে যায়। কারণ সে একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে চায়। এমনই এক মানবিক বার্তা তুলে ধরার চেষ্টা ছিলো এই নাটকে।’

নাটকটির গল্প রচনা ও চিত্রনাট্য করেছেন জাহান সুলতানা। মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। নাটকটির জন্য তৈরি হয়েছে একটি বিশেষ গান। যার শিরোনাম ‘নতুন একটা স্বপ্ন’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। কণ্ঠ দিয়েছেন নুসরাত প্রান্তি।

ঈদের চতুর্থ দিন বুধবার (১৩ জুলাই) রাত ৮টা থেকে আরটিভিতে প্রচার হবে নাটকটি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom