এবার লাল-সাদায় জন্মদিন পরীমনির

প্রথম নিউজ, ডেস্ক : জন্মদিনের আয়োজনে প্রতি বছর একেক রঙের থিম ব্যবহার করেন হালের আলোচিত নায়িকা পরীমনি। আমন্ত্রিত অতিথিরা সেই রঙের ড্রেসকোড মেনে জন্মদিনের অনুষ্ঠানে আসেন। চলতি মাসের ২৪ তারিখ এ নায়িকার জন্মদিন। এবার পরীমনির জন্মদিনের থিম লাল-সাদা। বিষয়টি নিয়ে এ নায়িকা বলেন, এবার জন্মদিনের থিম লাল-সাদা ঠিক করবছি। সুতরাং এবারের জন্মদিনের অতিথিদের লাল অথবা সাদা রঙের পোশাক পরে আসতে হবে।
এদিকে পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'গুণিন' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিতে তার নায়ক শরিফুল রাজ।এরপরই 'প্রীতিলতা' সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। তারপিরই 'বায়োপিক' ও 'মা' নামের দুটি সিনেমায় শুটিংয়ে অংশ নেবেন বলে জানালেন পরী।
মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত 'মুখোশ' ও 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' নামের দুটি সিনেমা।