কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে মার্কেটিং ক্যাফের সেমিনার অনুষ্ঠিত

গত ১ জুলাই রাজধানীর গুলশানে   এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মার্কটেল কনসাল্টিং গ্রুপ এবং এক্সপোপ্রো যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে মার্কেটিং ক্যাফের  সেমিনার  অনুষ্ঠিত

প্রথম নিউজ, ঢাকা : দেশের বিপণন পেশাজীবীদের পেশাদার নেটওয়ার্কিং, শিক্ষা এবং রিফ্রেশমেন্টের জন্য উদ্যোগ মার্কেটিং ক্যাফের কৃত্রিম বুদ্ধিমতা বিষয়ক ক্যাফে সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই রাজধানীর গুলশানে   এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মার্কটেল কনসাল্টিং গ্রুপ এবং এক্সপোপ্রো যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করে। 

‘পাওয়ার আনলকিং এ. আই ড্রাইভেন মার্কেটিং’ শীর্ষক কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এ.আই কমিউনিকেটর এবং গবেষক নাদিরা মুস্তারি। এসময় তিনি এ. আইয়ের রূপান্তরমূলক বিভিন্ন বিষয় ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। 

অনুষ্ঠানে মারুবিনি জাপান, বায়ো-ফার্মা, টিভিএস মোটরস, জেনুইটি টেকনোলজি  এবং আনোয়ার গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠানের  ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা করছেন, এর মাধ্যমে অংশগ্রহণকারীরা পেশায় প্রযুক্তিগত  মান উন্নয়ন এবং  পেশাজীবীদের সঙ্গে ভালো সম্পর্ক (নেটওয়াকিং) গড়ে তুলতে পারবেন। 

এক্সপোপ্রোর সিইও মো. মামুনুর রহমানের সঞ্চালনে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে রাখেন মার্কেটিং ক্যাফের প্রতিষ্ঠাতা এবং মার্কটেল কনসালটিং গ্রুপের  সি.ই.ও ড.মো. শরিফুল ইসলাম দুলু। তিনি বলেন, ক্যাফে কর্মশালায়  অংশগ্রহণকারীদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী ও পারস্পরিক পেশাদার  সম্পর্ক  সূচনা করবে। 

আয়োজকরা জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে মার্কেটিং ক্যাফে পেশাদারদের  নিয়ে বিপণন নেটওয়ার্কিং  এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিপণন ক্যাফে তাদের দিগন্ত প্রসারিত করতে, নতুন অন্তর্দৃষ্টি অর্জন করতে এবং শিল্পে সমমনা ব্যক্তিদের সাথে সংযোগ করতে চাওয়া পেশাদারদের জন্য একটি  দারুন প্লাটফর্ম হিসেবে গড়ে উঠেছে।