'এটা কোন ভাবে মেনে নেয়া যায় না, আর কী বলব', আফগান ম্যাচ নিয়ে পাপন
প্রথম নিউজ, খেলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারের মধ্যে ১১৫ রান তাড়া করতে পারলে সেমিফাইনাল খেলতে পারতো বাংলাদেশ। তবে দ্রুত ৩ উইকেট হারানোর পর সেই লক্ষ্য থেকে সরে আসে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে এটা নিশ্চিত করার পর থেকেই সমালোচনার মুখে পড়ে টাইগাররা। এবার বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বললেন, সুপার এইটের ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং অ্যাপ্রোচ গ্রহণযোগ্য নয়।
এটা কোন ভাবে মেনে নেয়া যায় না। ১২ ওভার পর্যন্ত (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের লড়াই করা উচিত ছিল। দেখলাম যে যখন রক্ষণাত্মক খেলার দরকার ছিল তখন মেরে খেলেছে। আর যখন মেরে খেলার দরকার ছিল তখন রক্ষণাত্মক খেলেছে।'
তবে ওই উইকেটে রান করা সহজ ছিল না বলেও মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, '১২ ওভারে ১১৫ রান টি-টোয়েন্টিতে করা কোন ব্যাপারই না। এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু ওই উইকেটে কেউ কি ওই রান করতে পেরেছে। অস্ট্রেলিয়াও তো আফগানিস্তানের কাছে হেরেছে ওই উইকেটে। ওই কন্ডিশনটা সহজ ছিল না কিন্তু ওরা (বাংলাদেশ ব্যাটাররা) চেষ্টা করেছে।'