‘এআই কম্পিউটার' বাজারে আনছে মাইক্রোসফট

‘‘আমরা এমন এক নতুন যুগে প্রবেশ করছি যেখানে কম্পিউটার শুধু আমাদের বুঝতেই পারবে না, আমরা কী চাই এবং আমাদের উদ্দেশ্য অনুমান করতে পারবে৷''

‘এআই কম্পিউটার' বাজারে আনছে মাইক্রোসফট

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সোমবার এআই সমৃদ্ধ কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছেন৷ কোপাইলট+ নামের এই কম্পিউটার ১৮ জুন থেকে বাজারে পাওয়া যাবে৷ দাম শুরু এক লাখ ১৭ হাজার টাকা থেকে৷ একে সবচেয়ে বেশি গতিসমৃদ্ধ ও সবচেয়ে বেশি এআইসমৃদ্ধ উইন্ডোজ কম্পিউটার বলে আখ্যায়িত করেছেন সত্য নাদেলা৷ অ্যাপলের সর্বাধুনিক এম৩ ম্যাকবুক এয়ারের চেয়ে এটি ৫৮ শতাংশ বেশি গতিসম্পন্ন বলে দাবি তার৷ 

মাইক্রোসফটের অংশীদার এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, স্যামসাং এআইসমৃদ্ধ কম্পিউটার বাজারে ছাড়বে৷ মাইক্রোসফট বলছে, আগামী ১২ মাসে প্রায় পাঁচ কোটি এআইসমৃদ্ধ কম্পিউটার বিক্রি হতে পারে৷কোপাইলট+ কম্পিউটারে লাইভ অনুবাদ, ইমেজ জেনারেশন, চ্যাটের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করার সুবিধা থাকবে৷

নাদেলা বলেন, ‘‘আমরা এমন এক নতুন যুগে প্রবেশ করছি যেখানে কম্পিউটার শুধু আমাদের বুঝতেই পারবে না, আমরা কী চাই এবং আমাদের উদ্দেশ্য অনুমান করতে পারবে৷''