কক্সবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম নিউজ, কক্সবাজার : কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে আবুল মোকাররম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল বেলা ১১টায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাগ্যার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোকাররম ওই এলাকার নুরুল আবছারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে খেলতে বের হয় শিশু মোকাররম। বেলা ১১টার পরও ঘরে না ফেরায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিম মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।