এমআই এমিরেটসের হেড কোচ শেন বন্ড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ২০১৫ সালের আসর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন
প্রথম নিউজ, ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ২০১৫ সালের আসর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার শেন বন্ড। এবার তাকে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির আরেক দল এমআই এমিরেটসের হেড কোচ হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।
আরব আমিরাতের নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি২০তে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা দল এমআই এমিরেটসের কোচিং করাবেন বন্ড। এ দলের ব্যাটিং কোচ পার্থিব প্যাটেল, বোলিং কোচ বিনয় কুমার ও ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন জেমস ফ্র্যাংকলিন। এছাড়া ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে থাকবেন রবিন সিং।
এখন পর্যন্ত আইএলটি২০র সূচি নির্ধারিত হয়নি। তবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতেই হবে এ টুর্নামেন্ট। একই সময়ে হবে দক্ষিণ আফ্রিকার নতুন লিগ এসএ২০। সেখানে আবার রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন আরেক দল এমআই কেপটাউন। তাই দুই দলের জন্য আলাদা কোচিং প্যানেল নিয়োগ দিতে হলো তাদের।
মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের পদ থেকে সরিয়ে মাহেলা জয়াবর্ধনেকে মুম্বাই ইন্ডিয়ান্সের তিন দলের গ্লোবাল হেড অব পারফরম্যান্স হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মার্ক বাউচার। তাদের তৃতীয় দল এমআই কেপটাউনের কোচিং করাবেন সাইমন ক্যাটিচ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews